গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশন (বিপিডিএ)’র উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রবিবার উপজেলার বেলকা ইউনিয়নের শ্যামরায়ের পাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিপিডিএ’র গাইবান্ধা জেলা আহ্বায়ক ডাঃ জিয়াউল হক সিদ্দিকী’র পরিচালনায় ও সাংবাদিক সুদীপ্ত শামীমের সার্বিক ব্যবস্থাপনায় দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
চিকিৎসা সেবা প্রদান করেন বিপিডিএ’র রংপুর জেলা সভাপতি ডাঃ এম.এ রহিম মিয়া, গাইবান্ধা জেলা শাখার সংগঠক ডাঃ বিদ্যুৎ চন্দ্র বর্মন ও পীরগাছা উপজেলার দপ্তর সম্পাদক ডাঃ নূর মোহাম্মদ। ফ্রি চিকিৎসা ক্যাম্পে ১২০ জন রোগীকে চিকিৎসাপত্র ও ওষুধ প্রদান করা হয়। এছাড়াও করোনা ভাইরাসের সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানান।