মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক স্থপতি মোবাশ্বের হোসেন মারা গেছেন। রোববার রাত দেড়টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মারা যান তিনি।
তার পরিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। মোবাশ্বের হোসেন দীর্ঘদিন হার্টের রোগে ভুগছিলেন।
সর্ব সাধারণের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আগারগাঁওয়ের বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটে দুপুর ১২টা থেকে তার মরদেহ রাখা হবে। বাদ যোহর জানাজা শেষে তার দেহ বিএসএমএমইউ’তে দান করা হবে।
স্থপতি মোবাশ্বের হোসেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যের স্নাতক সম্পন্ন করেন। তিনি এসোকনসাল্ট লিমিটেড-এর প্রধান স্থপতি। তিনি কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব আর্কিটেক্টস এবং বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট-এর প্রেসিডেন্ট। স্থপতি মোবাশ্বের আর্কিটেক্টস রিজিওনাল কাউন্সিল, এশিয়া (আর্কেশিয়া)-এর প্রেসিডেন্টও ছিলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও জড়িত ছিলেন তিনি।
স্থপতি হিসেবে তিনি বেশ কয়েকটি স্থাপনা নির্মাণের কাজ করে গেছেন। এর মধ্যে রয়েছে প্রশিকা ভবন, গ্রামীণ ব্যাংক ভবন ও চট্টগ্রাম রেলস্টেশন উল্লেখযোগ্য।
স্থপতি মোবাশ্বের হোসেন তার জীবনে কয়েকটি দেশীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন।