স্বাধীনতার ৫০বছর পর শহীদ আমিনুল কে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধ সংগঠনসহ শহীদ পরিবারে সদস্যরা। ২৮ জুল বেলা ১২টায় সৈয়দপুর পোরসভা সংলগ্ন শ্যামসুন্দর সিংহানিয়া এর গোডাইন এলাকায় ঐ শহীদকে ফুলের শুভেচ্চা জানানো হয়।
এ সময় মুক্তিযোদ্ধা বীর সালাউদ্দিনের সভাপতিতে বক্তব্য রাখেন সৈয়দপুর পৌর আওয়ামীগে ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু মুক্তিযোদ্ধা কমান্ডার একরামুল হক,মুক্তিযোদ্ধা আতাউর রহমান ময়না শহীদ পরিবারে সদস্য সাংবাদিক এম আর আলম ঝন্টুও উপজেলা আওয়ামীগে সাধারন সম্পদক মহাসিনুল হক মহাসিন প্রমুখ।
সাথে উপুস্তিত ছিলেন মের্সাস ফলি কানসাট এর সত্বঅধিকারী ফারুক হোসেন সৈয়দপুর উপজে বাঙ্গালীপুর ইউনিয়া আওয়ামীগে সাধারন সম্পাদক মেহেদী হাসানসহ অনেক।