করোনা মহামারীর সময়ে জনগনের পার্শ্বে দাঁড়াতে হিলির ঔষধ ব্যবসায়ীরা শতকরা ৬% ছাড়ে ঔষধ বিক্রি শুরু করেছে।
বাংলাহিলি ড্রাগিষ্ট এন্ড কেমিষ্ট সমিতির সভাপতি জাহিদুল ইসলাম জানান, আজ মঙ্গলবার সকালে সমিতির ৩২ জন ওষুধ ব্যবসায়ীরা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়ে ঔষুধের বক্সের গায়ের এমআরপি মুল্য থেকে শতকরা ৬% ছাড় দিয়ে ঔষধ বিক্রি শুরু করেছেন। এবং সপ্তাহে একজন ডাক্তার দ্বারা গরীবদের ফ্রি চিকিৎসা দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন তারা।
হিলি বাজারে ঔষধ কিনতে আসা ২ জন জানান, আগে বাজারে এমআরপি মোতাবেক ওষুধের দাম নিতো। আজ দেখছি তারা ৬% ছাড়ে ওষুধ দিলো। করোনাকালীন ঔষধের দাম কম নেওয়ায় খুশি তারা।
হিলি হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত সহ অনেকে বাংলাহিলি বাজার ড্রাগিষ্ট এন্ড কেমিষ্ট সমিতি করোনা কালীন সময় ৬% ছাড়ে ওষুধ বিক্রির উদ্বোগকে অভিনন্দন জানিয়েছেন।