কুমিল্লার হোমনায় কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় পারিবারিক সবজি-পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার পরিষদ চত্বরে ২৫৬ জন কৃষকের মাঝে সবজি বীজ, সার, বেড়া, পরিচর্যা ও সাইনবোর্ড বিতরণের শুভ উদ্বোধন করা হয়। ২০১৯-২০ অর্থবছরে খরিপ-১/২০২০-২১ মৌসুমে কালিকাপুর মডেলে পারিবারিক সবজি-পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে প্রত্যেক কৃষককে চার শ’ টাকার বীজ সহায়তা এবং সার, বেড়া, পরিচর্যার জন্য প্রত্যেকের বিকাশ একাউন্টে ১৯৩৫ টাকা করে দেওয়া হবে।
উপজেলা কৃষি অফিসার মুক্তা আকতারের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা প্রধান অতিথি হিসাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মোতাহার হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হুমায়ুন কবির, উপ-সহকারী কৃষি অফিসারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে কৃষকের কীটনাশক ছিটানোর জন্য উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের একটি ফুট স্প্রেয়ার মেশিন প্রদান করা হয়।