কুমিল্লার হোমনায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে লাইভস্টক সার্ভিস প্রোভাভইডারদের (এলএসপি) মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সামনে লাইভস্টক এন্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রকল্পের (এলডিডিপি) আওতায় এই বাইসাইকেল বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ মো. নজরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মুক্তা আকতার, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রাণিস্বাস্থ্য) মোরশেদ আলম, অফিস সহকারী মহসিন মিয়া, ভেটেরিনারি ফিল্ড অ্যাসিসটেন্ট নাছির উদ্দিন প্রমুখ।
উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ নজরুল ইসলাম জানান, উপজেলার ৯ টি ইউনিয়ন প্রোভাভইডারদের এই বাইসাইকেলগুলো বিতরণ করা হয়েছে।