ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

পাথরঘাটার ৫০৫ ও ৩৩৯৬ দাগের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে নির্দেশ নদী রক্ষা কমিশনের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩
  • ৭ বার পড়া হয়েছে

জিনিউজবিডি২৪

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটার পৌরসভার মধ্য দিয়ে প্রবাহিত খাল স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা দখল ও ভরাট করে ঘর-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন অবৈধ স্থাপনা গড়ে তোলায় তা সরেজমিন পরিদর্শন করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রতিবেদন দিতে নির্দেশনা দিয়েছে জাতীয় নদী রক্ষা কমিশন।

জাতীয় নদী রক্ষা কমিশনের উপপরিচালক মো.আখতারুজ্জামান তালুকদারের গত ১২ জানুয়ারি স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এ নির্দেশনা দেয়া হয়েছে। ওই নির্দেশনায় বরগুনা জেলা নদী রক্ষা কমিটির আহ্বায়ক ও জেলা প্রশাসককে (ডিসি) সরেজমিন পরিদর্শন করে নির্দেশনা বাস্তবায়ন করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সম্প্রতি জিনিউজবিডি২৪ সহ একাধিক গনমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রাপ্ত তথ্যে এবং পাথরঘাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম কাকনের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেন জাতীয় নদী রক্ষা কমিশন ‌।

এ বিষয়ে মো. রফিকুল ইসলাম কাকন জানান, আমি নদীরক্ষা কমিশন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দুইটি চিঠি পেয়েছি। কলেজ তার সীমানা পেরিয়ে সরকারী খাল ভড়াটি জমিতে ৪টি ভবনের কাজ শুরু করে জানুয়ারি মাসের ২৩ তারিখে।

কলেজের রেকর্ডীয় সম্পত্তি থাকতেও খাস জমিতে কেন? বহু গরীব মানুষ থাকার জায়গা পায় না। কলেজের প্রভাষকদের এবং অনেক প্রভাবশালীর এহেন জবর দখলের বিরুদ্ধে কাউকে তো সোচ্চার হতে হবে। আমি অবৈধ দখলের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলাপ্রশাসক মহোদয়ের নজরে এনে ফল না হওয়ায় উর্ধতন কতৃপক্ষ সহ মহামান্য হাইকোর্টের নজরে আনার চেষ্টা করছি।

পাথরঘাটা কলেজের কয়েকজন প্রভাষক মহামান্য হাইকোর্টের নির্দেশনা প্রতিপালন না করায় কনটেম্প্ট নোটিশ দেয়া হয়েছে। আমি পরবর্তী কার্যক্রমের জন্য আইনের প্রতি শ্রদ্ধাশীল।

বরগুনা জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, পাথরঘাটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশনা দেওয়া চিঠি এখনও হাতে পাইনি। নির্দেশনা পেলে যথাসময়ের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

পাথরঘাটার ৫০৫ ও ৩৩৯৬ দাগের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে নির্দেশ নদী রক্ষা কমিশনের

আপডেট সময় : ১০:৪৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩

জিনিউজবিডি২৪

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটার পৌরসভার মধ্য দিয়ে প্রবাহিত খাল স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা দখল ও ভরাট করে ঘর-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন অবৈধ স্থাপনা গড়ে তোলায় তা সরেজমিন পরিদর্শন করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রতিবেদন দিতে নির্দেশনা দিয়েছে জাতীয় নদী রক্ষা কমিশন।

জাতীয় নদী রক্ষা কমিশনের উপপরিচালক মো.আখতারুজ্জামান তালুকদারের গত ১২ জানুয়ারি স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এ নির্দেশনা দেয়া হয়েছে। ওই নির্দেশনায় বরগুনা জেলা নদী রক্ষা কমিটির আহ্বায়ক ও জেলা প্রশাসককে (ডিসি) সরেজমিন পরিদর্শন করে নির্দেশনা বাস্তবায়ন করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সম্প্রতি জিনিউজবিডি২৪ সহ একাধিক গনমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রাপ্ত তথ্যে এবং পাথরঘাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম কাকনের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেন জাতীয় নদী রক্ষা কমিশন ‌।

এ বিষয়ে মো. রফিকুল ইসলাম কাকন জানান, আমি নদীরক্ষা কমিশন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দুইটি চিঠি পেয়েছি। কলেজ তার সীমানা পেরিয়ে সরকারী খাল ভড়াটি জমিতে ৪টি ভবনের কাজ শুরু করে জানুয়ারি মাসের ২৩ তারিখে।

কলেজের রেকর্ডীয় সম্পত্তি থাকতেও খাস জমিতে কেন? বহু গরীব মানুষ থাকার জায়গা পায় না। কলেজের প্রভাষকদের এবং অনেক প্রভাবশালীর এহেন জবর দখলের বিরুদ্ধে কাউকে তো সোচ্চার হতে হবে। আমি অবৈধ দখলের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলাপ্রশাসক মহোদয়ের নজরে এনে ফল না হওয়ায় উর্ধতন কতৃপক্ষ সহ মহামান্য হাইকোর্টের নজরে আনার চেষ্টা করছি।

পাথরঘাটা কলেজের কয়েকজন প্রভাষক মহামান্য হাইকোর্টের নির্দেশনা প্রতিপালন না করায় কনটেম্প্ট নোটিশ দেয়া হয়েছে। আমি পরবর্তী কার্যক্রমের জন্য আইনের প্রতি শ্রদ্ধাশীল।

বরগুনা জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, পাথরঘাটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশনা দেওয়া চিঠি এখনও হাতে পাইনি। নির্দেশনা পেলে যথাসময়ের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।