পূর্ব রাজাবাজারের পর এবার ২১ দিনের লকডাউনে যাচ্ছে পুরান ঢাকার ওয়ারী এলাকা। ৪ জুলাই থেকে ২৫ জুলাই, ওয়ারী থানার ৮টি সড়কের বাসিন্দারা লকডাউনের আওতায় থাকবেন। করোনা টেস্টের জন্য সেখানে বসানো হবে নমুনা সংগ্রহের বুথ। যাতায়াত সুবিধার জন্য খোলা থাকবে দুটি পথ। এদিকে, আজ শেষ হচ্ছে পূর্বরাজাবাজার লকডাউনের ২১ দিন।
ওয়ারী দক্ষিণ ঢাকার ৪১ নম্বর ওয়ার্ড। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ২১০ জন। বর্তমান রোগী ৪৬। উচ্চ সংক্রমণ ঝুঁকি থাকায় এলাকাটিকে রেড জোন ঘোষণা করে লকডাউনের সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদপ্তর।
লকডাউন বাস্তবায়নে জরুরি সভা করে দক্ষিণ সিটি করপোরেশন। মেয়র শেখ ফজলে নূর তাপস জানান, ৪ থেকে ২৫ জুলাই পর্যন্ত ২১ দিনের লকডাউন বাস্তবায়ন হবে। লকডাউন এলাকার বাসিন্দারা প্রয়োজনীয় কাজ সেরে নিতে আরো ৩ দিন সময় পাবেন।
লকডাউন এলাকায় নমুনা সংগ্রহের বুথ থাকবে। যাদের উপসর্গ আছে তারা বুথে এসে করোনা পরীক্ষা করাতে পারবেন। এছাড়া ইকমার্সের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্যের সহায়তা দেয়া হবে। এলাকাগুলোর ভেতরে শুধু ওষুধের দোকান খোলা থাকবে।
লকডাউন সফল করতে পূর্ব রাজাবাজারের অভিজ্ঞতা কাজে লাগানো কথা জানান, দক্ষিণ ঢাকার মেয়র শেখ ফজলে নূর তাপস। আর উত্তরের মেয়র আতিকুল ইসলাম জানালেন, পূর্ব রাজাবাজার লকডাউনের মাধ্যমে সংক্রমণ ঠেকানো গেছে।
ঢাকার দুই মেয়রই জানান, স্বাস্থ্য অধিদপ্তর লকডাউন এলাকা চিন্হিত করার কাজ শেষ করতে না পারায় একাধিক এলাকায় লকডাউন বাস্তবায়ন সম্ভব হচ্ছে না।