রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগ এর আয়োজনে করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বালিয়াকান্দি পাংশা ও কালুখালী উপজেলায় মাননীয় সংসদ সদস্য জনাব বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম কর্তৃক দুস্থদের মাঝে ত্রাণ বিতরনের অংশ হিসেবে দিনব্যাপী বালিয়াকান্দি উপজেলার জামালপুর ও ইসলামপুর ইউনিয়নে ছয় শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণ কালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য আব্দুল হান্নান মোল্লা,সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ , সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য আব্দুল সাত্তার খান , সহ-সভাপতি ও জামালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ কে এম ফরিদ হোসেন বাবু,সহ-সভাপতি ও বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখ ,সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম মিয়া সুফি ,যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন ,ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বশির আহমেদ মিনু ,সিনিয়র সহ-সভাপতি আহমেদ আলী মাস্টার ,সাধারণ সম্পাদক ফারুক মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন ।