ঝিনাইদহে করোনায় ঘরে থাকা মানুষকে বিনামুল্যে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য সেনাবাহিনীর কাছে ঔষধ হস্তান্তর করা হয়েছে। শনিবার সকালে যশোর ৫৫ পদাতিক ডিভিশনের লে.এনামুল হাসানের হাতে ঔষধ হস্তান্তর করেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই।
এসময় ব্যক্তিগত অর্থায়নে ১ লাখ ২৫ হাজার মুল্যের ৫৮ প্রকার ঔষধ প্রদাণ করা হয়। আগামীকাল দিনব্যাপী জেলার কালীগঞ্জ উপজেলার চাপরাইল গ্রামে সেনাবাহিনীর পক্ষ থেকে বিনামুল্যে স্বাস্থ্য সেবা প্রদাণ করা হবে। সেখানে চিকিৎসা নিতে আসা রোগিদের এই ঔষধ দেওয়া হবে।
ঔষধ হস্তান্তরের সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম হাকিম, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, যুবলীগ নেতা হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।