রাজধানীর মুগদা হাসপাতালের মেডিসিন বিভাগে কর্মরত মেডিকেল অফিসার এবং খিলগাঁও তালতলা সিটি সুপার মার্কেট বনিক সমিতির সাবে ভাইস প্রেসিডেন্ট রেজাউল করিম বড় মিয়ার মেয়ের জামাই ডঃ বনি আমিন করোনা রোগে আক্রান্ত। বর্তমানে সে কর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
ডাঃ বনি আমিন রাজশাহী মেডিকেল কলেজের ৪৬ তম ব্যাচের ছাত্র ছিলেন।
তিনি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়ীত্ব কালিন অবস্থায় একজন মূমূর্ষ রোগীর ভর্তি সহ পরর্বতী চিকিৎসা সেবা এবং ফলো-আপ দিয়েছিলেন, যিনি করোনা রোগে আক্রান্ত।
এবিষয়ে মুগদা মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাঃ শাহ গোলামনবী বলেন,আমারা সাথে সাথেই বনি ও বনির পরিবারের সদস্য, বন্ধ বান্ধবের সাথে যোগাযোগ করেছি। ডাঃ বনির চিকিৎসার সকল দায়ীত্ব আমরাই নিয়েছি।
তিনি আরোও বলেন, আমরা কর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক, উপ পরিচালক সহ বিভিন্ন পর্যায়ের ডাক্তারদের সাথে কথা বলেছি এবং সার্বক্ষনিক তাদের সাথে যোগাযোগ রাখছি। আপনারা সকলেই ডাঃ বনির জন্য দোয়া করবেন।