ঝিনাইদহে শ্বাসকষ্টজনিত উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ২জনের মৃত্যুর পর নমুনা সংগ্রহ করে মেডিকেল কলেজে পাঠানো হলেও এখন পর্যন্ত রিপোর্ট পাওয়া যায় নি। ফলে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে কিনা জানা যায় নি বলে জানিয়েছেন একজন চিকিৎসক।
জনাসমাগম ঠেকাতে প্রশাসনের অভিযান চলছে
ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানে জনসমাগম ঠেকাতে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। সকল প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, ঔষধ দোকান ও হাসপাতাল খোলা আছে। কাজ না থাকা ব্যক্তিদের বাড়িতে চলে যাওয়ার নির্দেশ দেয়া হচ্ছে। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। কাঁচাবাজার কিছু সময়ের জন্য খোলা রয়েছে।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি
হঠাত করে পিয়াজ কেজি ৫০ টাকা, রসুন ১১০ টাকা, ডাউলের দাম কেজিতে ১০ টাকা, চাউলের দাম কেজিতে ২/৩ টাকা করে বৃদ্ধি পেয়েছে। ন্যায্য মূল্যে ১০ টাকা কেজি দরে চাউল সয়াবিন ৮০টাকা, মসুরি ডাউল ৫০ টাকা দরে বিক্রয়ের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে। এলাকাবাসী ভোক্তা অধিকার সংরক্ষণ বাজার মনিটরিং কর্তৃপক্ষের নজর দেয়ার আহ্বান জানিয়েছেন।