যতই দিন যা”েছ ততই করোনার প্রাদুর্ভাব বেড়েই চলেছে। দিন দিন বাড়ছে হুহু করে আক্রান্তের সংখ্যা। এঅব¯’ায় রাজশাহীর তানোর উপজেলাকেও লকডাউন ঘোষণা করা হয়েছে। ঘর বন্ধি হয়ে পড়েছেন সকল শ্রেণী পেশার মানুষ। বিশেষ করে চায়ের স্টল ক্ষুদ্র মুদি সেলুন দোকানীরা অর্ধাহারে অনাহারে দিন পার করছেন।
তাদের কথা ভেবে তানোর পৌর মেয়র উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান এমন ৭০ পরিবারের মাঝে চাল তেল ডাল লবণ সহ নিত্যপন্য দিয়েছেন। গতকাল বুধবার সকালের দিকে পৌর এলাকার ৫নং ওয়ার্ডের এসব ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে পৌর ভবন থের্কে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
মেয়র মিজান জানান পৌর এলাকার চায়ের স্টল ক্ষুদ্র মুদি সেলুন দোকানী কর্মচারী এবং ভ্যান চালকের মাঝে সাধ্য মোতাবেক সরকারী বরাদ্দ ছাড়াও নিজের তহবিল থেকে বিতরণ করব খাদ্য সামগ্রী ইনশায়াল্লাহ। আমি মানুষকে স্বপ্ন দেখায়না। বাস্তবে কাজ করে দেখায়।
অনেক জনপ্রতিনিধি আছে তাঁরা করোনা আতঙ্কে ঘরে আছেন। আর আমি পৌরবাসীর সুখ দুঃখের ভাগিদার হতে বাড়ি ছেড়ে পৌর ভবনে দিন রাত কাটা”িছ। প্রতি মুহূর্তে পৌর এলাকার কোন দরিদ্র ব্যক্তি সহায়তা পাননি সে ব্যাপারে খোজ নিয়ে খাবার পৌছে দি”িছ এবং পৌরবাসিকে স্বা¯’্যবিধি মেনে চলার জন্য অনুরোধও করছি। যতদিন এঅব¯’া থাকবে পর্যায়ক্রমে দিন মজুর খেটে খাওয়া মানুসের মাঝে খাদ্য সামগ্রী পৌছাবো ইনশায়াল্লাহ।