ঝিনাইদহ-১, শৈলকুপা আসনের মাননীয় এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল হাই ফুলহরি, আবায়পুর ইউনিয়ন সহ প্রত্যন্ত অঞ্চলে, চাঁদপুর গ্রামে অসহায় ও দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। আওয়ামীলীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে আগত ব্যাক্তিদের কোয়ারেন্টাইনে রাখার দাবি জানিয়েছে অভিজ্ঞমহল
নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে গত ২৪ ঘণ্টায় প্রায় অর্ধশত শ্রমিক জেলায় বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে প্রবেশ করেছে। অনেকে নিজ বাসভবনে না এসে আতœীয় স্বজনের বাসভবনে অবস্থান করছে। এ ব্যাপারে শৈলকুপার কবিরপুরের খোকন মোল্লার চাতালে এক পরিবার আশ্রয় নেয়ায় এলাকায় মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে এলাকাসূত্রে জানা গেছে।
নারায়ণগঞ্জের শ্রমিকরা ছুটির সুযোগে রাতে ট্রাকযোগে ঝিনাইদহ এলাকায় প্রবেশ করেছে। দ্রুত নারায়ণগঞ্জ থেকে আসা ব্যাক্তিবর্গের উপর নজরদারী ও কোয়ারেন্টাইনে রাখার ব্যাপারে অভিজ্ঞমহল দাবি করেছে।