ঝিনাইদহ শহর মানুষের পদভারে থাকত মুখরিত; থাকত কোলাহল, হৈচৈ, হকারদের হাকডাক, যানজট নিত্যসঙ্গী। এখন নভেল করোনা ভাইরাসের আতঙ্কে হয়ে উঠেছে এলাকা প্রাণহীন, বন জঙ্গলের পশু, শিয়াল, বেজি, পাখির কলকাকলির শব্দে নিঃশব্দ শহরের মানুষের, কুকুর বিচরণ করছে রাস্তায় ক্ষুধার তাড়ণায়।
বাসা বাড়িতে যদি একটু ডাক পড়ে, পড়লে ছুটে যায় প্রাণীগুলো, কাঁচাবাজার সীমিত খোলা থাকলেও মানুষের উপস্থিতি কম, বিনোদন পার্ক, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামের প্রাণোচ্ছল মাঠে সকল খেলা বন্ধ, শহরের অন্যতম প্রাণকেন্দ্র শহীদ মিনার আজ জনমানব শূন্য। শূণ্যতা ব্যস্ত শহরের ভোগান্তির চেয়েও কঠিন। চৈত্রের রুক্ষতা শেষে বৈশাখ এসে গেছে তবু প্রাণ ফেরেনি।