মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নে শুক্রবার ৫’শ কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ নের্তৃবৃন্দ। এর মধ্যে সরকারিভাবে ১৪০টি পরিবার, স্থানীয় সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের উদ্যোগে ২০০ পরিবার এবং ইউপি চেয়ারম্যান হাফিজার রহমানের উদ্যোগে ১৬০ টি পরিবারের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
চাউলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজার রহমান জানান, করোনার প্রভাবে কর্মহীন দরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। আমার ইউনিয়নে দিনমজুর ও খেটে খাওয়া মানুষের সংখ্যা অনেক বেশি হওয়ায় ত্রাণ বিতরণে হিমশিম খেতে হচ্ছে।
গতকাল শুক্রবার স্থানীয় সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের উদ্যোগ, তার ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সরকারিভাবে পাওয়া ত্রাণসহ মোট ৫শত দরিদ্র পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। সরকারিভাবে শুধু চাল দেয়া হলেও তিনি নিজ উদ্যোগে পরিবার প্রতি ৫ কেজি চালের সাথে ডাল, তেল, লবণ ও আলু দিয়ে তালিকা অনুযায়ী প্রতি বাড়িতে গ্রাম পুলিশ ও আনছারদের মাধ্যমে বিতরণ করছেন।