পাবনার ভাঙ্গুড়া উপজেলার পাটুলি পাড়ায় চুলার আগুনে পুড়ে তিন দিনমজুরের বসতবাড়ি ছাই হয়ে গেছে। রবিবার (১৯’এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে জাহাঙ্গীর আলমের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিবেশী আলিমুদ্দিন ও সুবহান আলীর বাড়িও পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাহাঙ্গীর আলমের বাড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন জাহাঙ্গীর আলমের বসত ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় গ্রামের মসজিদে মাইকিং করলে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুন বৈদ্যুতিক লাইনে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ভয়ে দূরে সরে যায়। খবর পেয়ে চাটমেহর ও ফরিদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভাঙ্গুড়া উপজেলা চেয়ারম্যান বাকী বিল্লাহ ও উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে তিন পরিবারকে অর্থ সহায়তা দিয়েছেন এবং পরবর্তীতে আরো সহযোগিতা দেবেন বলে আশ্বাস দিয়ে গেছেন।