দিনাজপুরে করোনা ভাইরাসে এবারে একজন দেড় বছর বয়সের শিশু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
এনিয়ে দিনাজপুরে গতকাল রবিবার পর্যন্ত এ নিয়ে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীর সংখ্যা ১১জন। এ তথ্য নিশ্চিত করেন দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস।
দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস জানান, রবিবার সন্ধায় প্রাপ্ত নমুনা পরীক্ষার ফলাফলে আরেকজন দেড় বছর বয়সের শিশু রোগী শনাক্ত হয়েছে। দিনাজপুর সদর উপজেলার শহরের মির্জাপুরে বাড়ী।ওই শিশুর পিতামাতাও করোনা ভাইরাসে ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে দিনাজপুরে আক্রান্তের সংখ্যা হলো ১১জন। এর আগে দিনাজপুর সদরের ৩জন, ফুলবাড়ী উপজেলার ১জন, নবাবগঞ্জ উপজেলার ৩জন, পার্বতীপুরে ১জন এবং বোচাগঞ্জে ১জন, ঘোড়াঘাটে ১জন শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘন্টায় জেলায় ২১২জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এনিয়ে জেলায় বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছে ১৭৭৪জন।