মাগুরা শ্রীপুর উপজেলায় বজ্রপাতে বশির বিশ্বাস (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার আমলশাহ ইউনিয়নের কোদলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বশির বিশ্বাস উপজেলার কোদলা গ্রামের মৃত পাজ্ঞাব আলি বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,বশির সোমবার সন্ধ্যায় বাড়ির পাশে কৃষি কাজ করছিলেন এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এক পর্যায়ে বজ্রাঘাতে বশির আহত হলে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।