সাংবাদিকদের সংবাদ সংগ্রহের সুবিধার জন্য ব্যক্তিগত সুরক্ষা (পিপিই) দিয়েছেন আমতলী উপজেলা চেয়ারম্যান আলহাজ গোলাম সরোয়ার ফোরকান।উপজেলা চেয়ারম্যান কার্যালয়ে ব্যক্তিগত উদ্যোগে আমতলী প্রেসক্লাবের সাংবাদিকদের তিনি পিপিই প্রদান করেন ।
এসময়ে উপজেলা চেয়ারম্যান বলেন বর্তমানে প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলায় সাংবাদিকরা অনেক ঝুকির মধ্যদিয়ে সংবাদ সংগ্রহ করছেন এবং বিভিন্ন স্থানে যাচ্ছেন। তারা যেন নির্বিঘেœ ব্যক্তিগত নিরাপত্তার সাথে সংবাদ সংগ্রহের প্রয়োজনীয়তা অনুভব করেই পিপিই প্রদান করেছেন। এ সময়ে আমতলী প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানান।