গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় মোতাবেক ২১শেএপ্রিল রোজ মঙ্গলবার দুপুর গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম মহোদয়ের ব্যক্তিগত উদ্যোগের দেয়া বাসে করে গোবিন্দগঞ্জ থেকে ২য় দফায় ২৫ জন ধানকাটা শ্রমিক কে বগুড়া জেলার নন্দীগ্রাম অঞ্চলে পাঠানো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জনাব আবু খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার, সদর, অফিসার ইনচার্জ,গোবিন্দগঞ্জ জনাব একেএম মেহেদী হাসান, টিআই নূর ও রুহুল, ইন্সপেক্টর তদন্ত আফজাল হোসেন ও গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি অফিসার জনাব খালেদুর রহমান।
এর আগে পাঠানো শ্রমিকদের করোনা সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা দেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব আবু খায়ের এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে শ্রমিকদের মাস্ক ও সাবান বিতরণ করা হয়। গোবিন্দগঞ্জ থানা এলাকা হতে প্রায় ৪ হাজার শ্রমিক দেশের হাওর, বাওড় ও চলনবিল অঞ্চল প্রেরণের পদক্ষেপ নিয়েছেন গাইবান্ধার জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ তৌহিদুল ইসলাম।