চতুর্থ দেশ হিসেবে ফ্রান্সে করোনাভাইরাসে(কভিড-১৯) মৃতের সংখ্যা ২০ হাজার পার করলো। দেশটিতে নতুন করে প্রায় আড়াই হাজার আক্রান্ত হয়ে সংক্রমিতের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে।
বিশ্বে একদিনে ৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এরমধ্যে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে একদিনে মারা গেছেন প্রায় দুই হাজার মানুষ। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজারের বেশি।
এদিকে বিশ্বে মোট প্রাণহানি ১ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে। করোনায় নতুন করে ইতালিতে ৪৫৪, যুক্তরাষ্ট্রে ৪৪৯, স্পেনে ৩৯৯ ও জার্মানিতে ২২০ জনের মৃত্যু হয়েছে।
ওয়ার্ল্ডোমিটার বলছে নতুন করে ৩৩ জনের মৃত্যু নিয়ে ভারতে মোট প্রাণহানি হয়েছে ৫৯২ জনের। তবে সরকারি হিসেবে এই সংখ্যা ৫৫৯ জন।