নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার নাসিক ৩নং ওয়ার্ড ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে থানার নয়াআটি মুক্তিনগর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে শরিফ বিদ্যুৎপৃষ্ট হয়।
মঙ্গলবার(২১’এপ্রিল) সন্ধা ৭’টায় এ সংযোগ দেওয়ার সময় হাই ভল্টেজের তারে আগুন ধরে যায়। আগুনে শরিফের শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়। তাকে তাৎক্ষণিক উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
বর্তমানে শরিফ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক ভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আগুনে আশ-পাশের বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ডেমরা ফায়ার স্টেশনের ২’টি ইউনিট প্রায় আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে প্রায় ৫০/৬০’হাজার টাকার ক্ষয়-ক্ষতি হয়। এদিকে আহত শরিফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। তার শরীরের প্রায় ৫০’শতাংশ পুরে যায়।