গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারী ভূতুর্কিতে ধান কাটা ও মাড়াই এর জাপানি-ভিয়েতনামের আধুনিক প্রযুক্তির কম্বাইন্ড হারভেষ্টের কৃষকের নিকট হস্তান্তর করা হয়েছে।
বুধবার বিকালে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহযোগীতায় উপজেলা পরিষদ চত্তরে কৃষকের কাছে ধান কাটা ও মাড়াই এর কম্বাইন হারভেষ্টার মেশিন হস্তান্তর করেন, প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক া আব্দুল লতিফ প্রধান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাম কৃষ্ণ বর্মনের সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা খালেদুর রহমানের সঞ্চালনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম,উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি দরবস্ত ইউপি চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু, অতিরিক্ত কৃষি সম্প্রসারন কর্মকর্তা মুরতবা আলী মানিকসহ অন্যরা উপস্থিত ছিলেন।