নওগাঁর পোরশা উপজেলার নিতপুর জান্নাতুন খাদ্য ভান্ডারের মালিক চাল ব্যবসায়ী শাহজামাল(৪০)কে খাদ্যবান্ধব কর্মসূচির দশ টাকা কেজির ৯বস্তা (২৭০কেজি) চাল অবৈধ পন্থায় ক্রয়ের অপরাধে আটক করা হয়েছে।
চাল ব্যবসায়ী শাহজামাল নিতপুর বাঙাল পাড়ার আব্দুল কাদেরের ছেলে। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ জানান, গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করা হয়।
এসময় তার দোকান ও গুদাম থেকে ৪বস্তা এবং বাসা থেকে ৫বস্তা চাল জব্দ করা হয়েছে। পরে শাহজামালকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে বলেও তিনি জানান।