কুমিল্লার হোমনায় বিশেষ অভিযানকালে ব্যাটারিচালিত ছয়টি চোরাই অটোসহ আন্তঃজেলা চোরই চক্রের একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে করোনার সংক্রমণ ও বিস্তার রোধে মানুষকে ঘরে ফেরাতে বিভিন্ন এলাকায় টহল অভিযানকালে উপজেলার রামকৃষ্ণপুর শ্রীনগর বাজার থেকে হোমনা- মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফজলুল করিম এসআই শামীম ও সঙ্গীয় ফোর্স নিয়ে অটোসহ একজনকে আটক করেন।
আটক ব্যক্তির নাম মো. সাইদুল ইসলাম। সে উপজেলার শ্রীনগর গ্রামের মানিক মিয়ার ছেলে। এএসপি ফজলুল করিম জানান, ফেইসবুকে চোরাই অটো বিক্রির পোস্ট দেখে রাতে উপজেলার শ্রীনগর বাজারে অভিযান চালিয়ে ৬টি অটোসহ একজনকে আটক করি। সে আন্তঃজেলা সক্সগবদ্ধ চোরাই চক্রের সদস্য।
এ ব্যাপারে হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দ বলেন, এ ঘটনায় হোমনা থানায় মামলা হয়েছে। সহযোগীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।