মাগুরায় আরো একজন করোনা আক্রান্ত হবার খবর পাওয়া গেছে। এনিয়ে মাগুরায় ২জন আক্রান্ত হলো।
২৪ বছর বয়সী এ যুবকের বাড়ী শ্রীপুর উপজেলার জোক শ্রীপুর গ্রামে। এ গার্মেন্টস শ্রমীক মাগুরার প্রথম মৃগেডাঙ্গা আক্রান্ততের সাথে ঢাকা থেকে একই মাইক্রোবাসে বাড়ীতে এসেছিল।
ববর্তমানে জোকা গ্রাম লকডাউন করা হয়েছে আক্রান্ত দুজনের কারো কোন প্রকার লক্ষন নেই, তারা সুস্থ্য আছে বলে জানান মাগুরার সিভিল সার্জন।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত মাগুরায় বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন-১১৩৬ হোম কোয়ারেন্টাইন হতে ছাড়পত্র পেয়েছেন-৬৭৬ বর্তমানে আইসোলেশনে কেউ নেই। আইসোলেশন হতে ছাড়পত্র পেয়েছেন-৪
এ পর্যন্ত মোট সন্দেহজনক নমুনা প্রেরণ সংখ্যা ১২৫এর মধ্যেমাগুরা পৌরসভা = ০৬ মাগুরা সদর উপজেলা = ১৭ মোহাম্মদপুর উপজেলা= ২০ শালিখা উপজেলা = ৩৩ শ্রীপুর উপজেলা = ৪৯
এ পর্যন্ত প্রাপ্ত নমুনাসমুহের রিপোর্ট সংখ্যা=৯৯ বৃহস্পতিবার প্রাপ্ত রিপোর্টে করোনা পজিটিভ এ সময়ের মধ্যে মোট প্রাপ্ত রিপোর্টে করোনা পজিটিভ —২ এবং মোট প্রাপ্ত রিপোর্টে করোনা নেগেটিভ—৯৭।