সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও পিএসসির চেয়ারম্যান ড. সা’দত হুসাইনের ইন্তেকালে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।
বৃহস্পতিবার ( ২৩ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমের রুহের মাগলোত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
শোকবার্তায় তারা বলেন, ড. সা’দত হুসাইনের খ্যাতি ছিল সৎ, নিষ্ঠাবান, বিচক্ষণ আমলা এবং পন্ডিত ব্যাক্তিত্ব হিসেবে।
দেশ ও মানুষের প্রতি ছিল দরদ ও অপরিসীম ভালোবাসা। রাষ্ট্র পরিচালনায় তাঁর ন্যায় বুদ্ধিদৃপ্ত এবং সৎ ও সাহসি, দক্ষ, প্রত্যুতপন্নমতি গুণী ব্যক্তিত্ব দেশে বিরল। তাঁর প্রতিটি বক্তৃতা, টক, মডেল হিসেবে অনুকরণযোগ্য ও আরকাইভে সংরক্ষণযোগ্য।