বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার ৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম।
বৃহস্পতিবার সকালে বাগেরহাট শহরের সরুই এলাকায় দলীয় কার্যালয় থেকে খাদ্য সামগ্রী বিতরণ কাজ শুরু করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন পরিবারের মানুষেরা খাদ্য সামগ্রী দেয়া হয়। করোনা পরিস্থিতিতে খাদ্য সহায়তা পেয়ে খুশি স্থানীয়রা।
এ সময় জেলা যুবদলের সাবেক সভাপতি মাহাবুবুল হক কিশোর, ছাত্রদলের সভাপতি মোঃ ইমরান খান সুমন,সাধারন সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দিপু, কাজী সেলিম, গোলাম মোস্তফাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এম এ সালাম বলেন, করোনা পরিস্থিতিতে অনেকে কর্মহীন হয়ে পড়েছে। আর্থিক সংকটে রয়েছে পরিবারগুলো। এ অবস্থায় নিজ উদ্যোগে ৫হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিলাম। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে এই সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।