নভেল করোনাভাইরাস (কভিড-১৯) যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়ালো। এই প্রথম করোনাভাইরাসে কোনো দেশে অর্ধলক্ষ মানুষের মৃত্যু দেখলো বিশ্ব। বৃহস্পতিবার ২৩শরও বেশি মানুষের মৃত্যুতে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি দাঁড়ালো ৫০ হাজার ২শ ৪৩ জন। আক্রান্তের সংখ্যা প্রায় ৯ লাখ। বিশ্বে মৃতের সংখ্যা ছাড়ালো ১ লাখ ৯১ হাজার ১৭৬ জন। সংক্রমিতের সংখ্যা ২৭ লাখ ৩৩ হাজার ৫০৩ জন। সুস্থ হয়েছে ৭ লাখ ৫১ হাজার ২৭৬ জন।
স্প্যানিশ ফ্লুর প্রায় ১শ বছর পর আবারো ভয়াবহ মহামারির কবলে যুক্তরাষ্ট্র। ১৯১৮ সালের জানুয়ারি থেকে ১৯২০ সালের ডিসেম্বর পর্যন্ত ঐ প্রাণঘাতী রোগে দেশটিতে মারা যান প্রায় ৬ লাখ ৭৫ হাজার জন। এবার করোনাভাইরাসে মাত্র ৩ মাসেই সেখানে প্রাণ গেলো ৫০ হাজারেরও বেশি মানুষের।
সংক্রমণ রোধে মার্কিন সরকারের নেয়া নানা পদক্ষেপের কোনটাই কাজে লাগেনি। প্রতিদিন গড়ে প্রায় ২ হাজার মানুষের প্রাণহানি হচ্ছে সেখানে। করোনার প্রতিষেধক আবিষ্কারে মার্কিন গবেষকদের গবেষণার প্রাথমিক ফলাফল আগামী মাসের মধ্যে পাওয়ার আশা করা হচ্ছে। তবে, করোনা চিকিৎসার ক্ষেত্রে কোন ওষুধ আদৌ কার্যকর হবে কিনা তা জানতে আরো কয়েক মাস অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
লকডাউন তুলে নেয়ার পরিকল্পনার পর এবার করোনা মোকাবেলায় ট্রাম্পের পররাষ্ট্রনীতির সমালোচনা করলেন নিউইনয়র্কের গর্ভনর অ্যান্ড্রু কুমো। বলেন, চোর পালালে যেমন বুদ্ধি বাড়ে, তেমনি চীন থেকে ভাইরাস ছড়িয়ে পড়ার পর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছেন প্রেসিডেন্ট।
সংক্রমণ রোধে আংশিক লকডাউনের মেয়াদ ১২ই মে পর্যন্ত বাড়িয়েছে মালয়েশিয়া। বিভিন্ন প্রদেশে ১৫ই মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়েছে ফিলিপাইনও। একইসাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে মার্শাল ল জারির হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।
এদিকে, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও পরীক্ষা শুরু হয়েছে হংকংয়ে। শুক্রবার প্রায় ৫০ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। স্কুল কলেজ খোলার পর শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে কড়াকড়ি না করার নির্দেশ দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট।
দক্ষিণ আফ্রিকায় ৩০ এপ্রিল শেষ হচ্ছে লকডাউনের মেয়াদ। এরপর কড়াকড়ি কিছুটা শিথিল হলেও, সংক্রমণ রোধে দেশজুড়ে বহাল থাকবে ৫ স্তরের সতর্কতা। ১ জুন পর্যন্ত অভ্যন্তরীন বিমান চলাচল স্থগিতের ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া। আর ৮ জুন পর্যন্ত বন্ধ থাকবে সমুদ্রপথে চলাচলও।
এদিকে, করোনা মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তহবিলে অতিরিক্ত ৩ কোটি ডলার সহায়তার ঘোষণা দিয়েছেন চীন। এর আগে, মার্চে ২ কোটি ডলার সহায়তা দেয় বেইজিং।