পবিত্র রমজান মাস চাঁদ দেখা সাপেক্ষে আগামী শনিবার থেকে শুরু হতে পারে। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য অনেকাংশ বৃদ্ধি পেয়েছে। পেয়াজ ৬৫ টাকা, রসুন ১৩০ টাকা, ছোলা ৮৫ টাকা, মসুরির ডাউল ১২০ টাকা, সয়াবিন ১০০ টাকা, ব্রয়লার মুরগি ১৩০ টাকা, সোনালি মুরগি ২০০ টাকা, চিনি ৬৫ টাকা, আদা ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মুগের ডাউল ১৭০ টাকা, মটরের ডাউল ৬০ টাকা, মাসকলাই ১৩০ টাকা, ঘি ১৬০০ টাকা, গরুর মাংস ৫৫০ টাকা, আটা ২৩ টাকা ও চাউলের দাম ও মাছের দাম বৃদ্ধি পেয়েছে।
ব্যবসায়ীগণ জানিয়েছেন পরিবহণ বন্ধ থাকায়, পণ্য বাড়তি দামে বিক্রয় করতে হচ্ছে। বাজার নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের হস্তক্ষেপ অতীব জরুরী বলে জানিয়েছেন সাধারণ জনগণ।