করোনা পরিস্থিতিতে নন ক্যাডার ২ হাজার চিকিৎসক ও ৬ হাজার নার্স নিয়োগ দেবে সরকার। সেই সাথে করোনা আক্রান্ত চিকিৎসক-নার্সদের জন্য রাজধানীর একটি শপিংমলের ছাদে ২৫০ শয্যার হাসপাতাল করার কথাও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শনিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে নবগঠিত মিডিয়া সেলের আহবায়ক মো. হাবিবুর রহমান খান এ সিদ্ধান্তের কথা জানান।
করোনা পরিস্থিতি নিয়ে শনিবার দুপুরে সচিবালয়ে সভাকক্ষে বৈঠক করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের নবগঠিত মিডিয়া সেলের কর্মকর্তারা।
বৈঠক শেষে সেলের আহবায়ক ও অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান খান জানান, করোনা চিকিৎসায় দেশে ৯টি হাসপাতাল প্রস্তুত আছে। এছাড়াও সংক্রমণের শিকার চিকিৎসক, নার্সদের জন্য রাজধানীর একটি মার্কেটের ছাদে ২৫০ বেডের একটি হাসপাতাল হবে।
করোনা সংক্রমণ মোকাবিলায় রাষ্ট্রপতির ক্ষমতাবলে জরুরি ভিত্তিতে নন ক্যাডারে অপেক্ষমান ২ হাজার চিকিৎসক ও ৬ হাজার নার্স নিয়োগের চেষ্টা চলছে। রাষ্ট্রপতির অনুমতি দিলেই ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
আগামী ৩-৪ দিনের মধ্যে বসুন্ধরা কনভেনশন সিটিতে প্রস্তুত হবে ২ হাজার সজ্জার কোভিড হাসপাতাল। সংক্রমণের শিকার অসুস্থ চিকিৎসকদের অবস্থা সংকটাপন্ন হলে হেলিকপ্টার সুবিধা পাবেন তারা।