ভোলা বোরহানউদ্দিন উপজেলায় টিসিবির মালামাল ন্যায্য মূল্য বিক্রি হচ্ছে। বোরহানউদ্দিন উপজেলা পরিষদের সামনে শনিবার সকালে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত( মো. বশির গাজী।
টিসিবির ডিলার সমির চাঁদ দে ৫ লিটার তেল, ৫ কেজি চিনি, ছোলা ২ কেজি, মসুর ডাল ১/২ কেজি, খেজুর ২৫০ গ্রাম করে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করেন।