ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নে গত ২৩ এপ্রিল সরকারী ত্রাণ বিতরণ কে কেন্দ্র করে সাগান্না এবং সাহেব নগর গ্রামবাসীর মধ্যে সংঘাতের সূত্রপাত হয়।কিন্তু সেখানে সাংবাদিক রাসেল উপস্থিত ছিল না।
সেই সংঘাতের জেরে শুক্রবার রাসেল পেশাগত দায়িত্ব পালন কালে ঝিনাইদহ যাওয়ার পথে সাগান্না আমের চারা পৌঁছালে ওতপেতে থাকা সন্ত্রাসী রকি ও মানিক তাদের মোটরসাইকেল থামিয়ে, সাথে থাকা সুজন ও তাকে সাইকেলের চেইন দিয়ে বেধড়ক পিটিয়ে জখম করে। রাসেলের অপরাধ তার বাড়ি সাহেব নগর এবং সে সাংবাদিক।
এবিষয়ে সাংবাদিক রাসেল জানান,২৩ এপ্রিল ত্রান দেওয়াকে কেদ্র করে যে ঘটনা ঘটে সেখানে আমি উপস্থিত ছিলাম না,গতকাল আমি নিউজের কাজে ঝিনাইদহ যাওয়ার পথে আমের চারা পৌছালে ৫ /৬ জন সন্ত্রাসী আমাকে এবং আমার সাথে থাকা সুজনকে মারপিট করে ও ক্যামেরা ভাংচুর করে।
এ ব্যাপারে আমি থানায় একটি অভিযোগ দায়ের করেছি। এ ব্যাপারে রকির সাথে মুঠোফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। এদিকে সাংবাদিককে মারধরের কারনে সাংবাদিকমহল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন,এবং দোষীদের শাস্তি দাবি করেছেন। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। যে কোন সময় দুই গ্রামের মধ্যে ব্যাপক সংঘর্ষের রুপ নিতে পারে।