মাগুরার শ্রীপুর উপজেলায় গতকাল রবিবার আরো একজন করোনা রোগী চিহ্নিত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট ২’জন করোনা রোগী সনাক্ত হলো। আক্রান্ত ব্যক্তির বয়স ২৪। তার বাড়ি উপজেলার ৭নং সব্দালপুর ইউনয়নের জারিয়া গ্রামে। তিনি নরসিংদির মাধবীতে একটি টেক্সটাইল কারখানায় চাকরী করতো এবং গত ২১ এপ্রিল নরসিংদি থেকে নিজ বাড়িতে আসেন।
আক্রান্ত ব্যক্তি নিজ বাড়িতেই আইসোলেশনে আছে। তবে এঘটনায় শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর ঘটনাস্থল পরিদর্শন করে গোটা জারিয়া গ্রামকে লকডাউন ঘোষণা করেন এবং ঘোষণা দেন এই গ্রামের কোন লোক অন্য গ্রামে প্রবেশ করতে পারবেনা আবার অন্য গ্রামের কোন লোক এই গ্রামে প্রবেশ করতে পারবে না ।
এ আইন কেউ লঙ্ঘন করতে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহীন,উপজেলা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রঈসউজ্জামান, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান ও ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল হোসেন মোল্যা।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউ.এইচ.এফ.পি.ও) ডা: রঈসউজ্জামান বলেন, গত ২৩ তারিখে তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরীক্ষায় গতকাল রবিবার ফলাফল পজেটিভ এসেছে।