ঝিনাইদহে পিপিই, গাউন,গ্লাবস, ফেসশিল্ড, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার শহরের হাটখোলা, কলেজ সড়ক, রেলস্টেশন, গ্রামের মুদি দোকান, পল্লীর হাটবাজার, ফুটপাতে খোলা আকাশের নিচে অবাধে বিক্রি হচ্ছে।
এসব পণ্যে রয়েছে নামী বেনামী কোম্পানির সিল। ব্যাক্তিগত সুরক্ষা সরন্জামের মান নিয়ে রয়েছে জনমনে শত প্রশ্ন। এসব পণ্যের মান বাচবিচার না করেই কিনছে স্বাস্থ্যকর্মী, সাধারণ জনগণ। এক জনৈক চিকিৎসক জানান, এসব পণ্যে রয়েছে বিবিধ স্বাস্থ্য ঝুঁকি।