নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশের হাতে আটক হয়েছে গাজীপুর থেকে আসা ৪৪ জন ইট ভাটা শ্রমিক। তারা গাজীপুর থেকে ট্রাকের ওপরে ত্রিপলের ভেতরে বিশেষ কায়দায় আসতেছিলো।
২৮ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টার দিকে সৈয়দপুর-পার্বতীপুর সড়কের চৌমুহনী বাজারে পুলিশের বিশেষ চেকপোস্টে তল্লাশী করার সময় তারা ধরা পড়ে। এসব শ্রমিক মহাসড়ক ছেড়ে লোকাল রুট দিয়ে আসতেছিল।
নীলফামারী অতিরিক্ত পুলিশ সুপার ( সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল জানান, এসব শ্রমিকের বাড়ি নীলফামারীর সোনারায় ইউনিয়নে। তিনি বলেন, হোম কোয়ারেন্টাইনে নেয়ার জন্য এদেরকে সিভিল সার্জন অফিসে পাঠানো হবে।