গতকাল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার ল্যাবে ঝিনাইদহের সন্দেহভাজন ৩৩ জনের নমুনা পরিক্ষার জন্য পাঠানো হয়েছিল। সহকারী পরিচালক প্রফেসর ডঃ মোঃ ইকবাল জাহিদ জানান, নতুন করে কারো শরীরে করোনা জীবাণু পাওয়া যায় নি। বিগত দিনের আক্রান্ত ২১ জনের চিকিৎসা চলছে। রোগীরা দ্রুতই সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা যায়।
ঝিনাইদহের শহরতলীতে করা হচ্ছে জীবাণুনাশক স্প্রে
ঝিনাইদহ শহর এলাকায় করোনা সংক্রমণ রোধে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। করোনা প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে এ কার্যক্রম শুরু হয়েছে, প্রশাসনের পক্ষ থেকে সচেতনতা কার্যক্রম চলছে।