করোনা ভাইরাস প্রাদুর্ভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রাণ তহবিল থেকে রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৩৩ টি কওমি মাদ্রাসার ও এতিমখানার এতিমদের জন্য ৩ লাখ ৩০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ৩৩ জন কওমি মাদ্রাসার প্রধানদের হাতে প্রত্যেককে ১০ হাজার টাকার এই চেক হস্তান্তর করা হয়।
চেক হস্তান্তর করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ ও উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম।
এই সময় বালিয়াকান্দি সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখ, নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল হাসান আলী উপস্থিত ছিলেন।