মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের প্রতিবাদে গাইবান্ধা সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তাছলিমা সুলতানা স্মৃতি ৭ মে বৃহস্পতিবার গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। স্বামীর পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কতিপয় ব্যক্তি তাকে হেয় প্রতিপন্ন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের মানহানিকর মন্তব্য করছেন।
এসময় তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, এ ঘটনার সাথে আমি প্রত্যক্ষ ও পরোক্ষ কোন ভাবেই জড়িত নই। গত ৪ মে সরকারের নির্দেশ মোতাবেক করোনা পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন অঞ্চলের হত-দরিদ্র মানুষের ত্রাণ বিতরণ কাজে ব্যস্ত ছিলাম। দুপুর ২ টার দিকে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আমার স্বামী আল-আমিনের সাথে তার সম্পর্কে চাচাতো ভাই রাজু, বাবু এবং সাজু’র কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধলে আমার স্বামীসহ প্রতিপক্ষের সাজু গুরুতর আহত হয়।
এমতাবস্থায় আমি জনগণের একজন প্রতিনিধি হয়ে গণমাধ্যমের মাধ্যমে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চাই। তিনি আরও বলেন, আমার স্বামী যদি আইন অমান্য করে কোন অপরাধ করে থাকলে প্রশাসন তার বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নিতে পারে। কিন্তু আমাকে জড়িয়ে যে মিথ্যে অপবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে, আমি এর বিচার দাবি করছি ।