গত কয়েকদিন ধরে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছেই। নতুন করে আক্রান্ত রোগী শৈলকুপা উপজেলার অচিন্তপুর গ্রামের বিপ্লব হোসেন পিতাঃ ইকুত আলি বিশ্বাস, জানা যায় সে ঢাকায় গার্মেন্টস কর্মী হিসেবে কর্মরত ছিলো। কিছুদিন আগেই এলাকায় এসেছে। কড়াকড়ি শিথিল করায় ব্যবসাপ্রতিষ্ঠান, কিছু কারখানা, অফিস, ব্যাংক খুলে দেয়ায় নিয়ম মানছে না কেউই; সকলে মাস্ক বাদেই চলাফেরা করছে। কঠোর নজরদারীর মাধ্যমে তৎপর না হলে করোনা ভাইরাসের প্রকোপ আরও বাড়তে পারে বলে মত প্রকাশ করেছেন জনৈক অধ্যাপক।