মাগুরা জেলায় নতুন করে তিন ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে বলে জেলা সিভিল সার্জন অফিস সূত্রে খবর পাওয়া গেছে।মাগুরায় নমুনা পরীক্ষার রিপোর্ট পৌছালে তাতে তিন জনের রিপোর্ট কোভিড-১৯ পজিটিভ এসেছে।
উল্লেখ্য মাগুরা জেলায় পূর্বেই ৫ ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল। এই নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৮। ফলে জেলা জুড়ে আতঙ্কে মানুষজন।
আক্রান্ত ব্যাক্তিদের মধ্যে একজন নারী (১৮) রয়েছেন। যার বাড়ি শ্রীপুর উপজেলায়।আর দুই জন পুরুষ রয়েছেন। যাদের বয়স ৫০ ও ৫২ বছর।দুইজনের বাড়িই মাগুরা সদর উপজেলায়।