করোনা ভাইরাস এর কারনে মানুষ কর্মহীন হওয়ায় গতকাল শনিবার বগুড়ার গাবতলী রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদ চত্তরে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ত্রান সামগ্রী (জনপ্রতি ১০কেজী চাল ও ২কেজী আলু) বিতরণ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সেকেন্দার আলী।
এ সময় উপস্থিত ছিলেন রামেশ্বরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেন, ১নং প্যানেল চেয়ারম্যান আব্দুল লতিফ লাটিম, ইউপি সদস্য ইমদাদুল হক মন্ডল, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম সিদ্দিক, ইউপি সচিব বলবন রহমান ও তথ্য উদ্যোক্তা সোলেয়মান আলী প্রমূখ।
উল্লেখ্য (রামেশ্বরপুর ইউনিয়নে ৬ষ্ঠ ধাপে কর্মহীন মানুষের জন্য ২মেট্রিক টন চাল এবং জনপ্রতি ২কেজী করে আলু বরাদ্দ দেওয়া হয়েছে)। যা জনপ্রতি ১০কেজী করে চাল ও ২কেজী করে আলু পাবে মোট ২শত জন কর্মহীন মানুষ।