বিগত ২৪ ঘণ্টায় ১৮ জনের নমুনা টেস্টে ১৬ জন নেগেটিভ ২ জন পজিটিভ এসেছে। আক্রান্তরা হলেন আলমগির হোসেন (৩১), কোটচাঁদপুর, তিনি সাইকেল ব্যাবসায়ী; মালিহা (১৭), কাতলাগাড়ী, শৈলকুপা। নতুন করে আক্রান্ত বৃদ্ধি পাওয়ায় এলাকার মানুষের মধ্যে ভীতির, প্রশাসন তৎপর হলেও এক শ্রেণির মানুষ দুরত্ব বজায় রাখছে না।
সেনাবাহিনীর পক্ষ থেকে হাসপাতাল মোড়ে একটি জীবাণুনাশক গেট তৈরী করা হয়েছে। স্বাস্থ্যকর্মী গণ পরিস্থিতি স্বাভাবিক রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ঝিনাইদহে ওয়াজির আলি স্কুলে বয়স্ক ভাতা দেয়ার কার্যক্রম চলছে। কয়েকশ বৃদ্ধ-বৃদ্ধা দুরত্ব না মেনেই লাইনে দাড়িয়ে আছে। অভিজ্ঞমহল বিশ্বস্বাস্থ্য সংস্থার নিয়মনীতি মেনে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছে।