পাবনা শহরের গোপালচন্দ্র ইন্সটিটিউশন (জিসিআই) স্কুল মাঠ থেকে সোমবার (১১’মে) দুপুরে পাবনা সদর থানা পুলিশ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করে। নিহত শিশু সোহান (১০) শহরের বাংলাবাজার এলাকার রিপন হোসেন’র ছেলে।
পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্কুলটির বাগানে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। তবে কি কারণে তাকে হত্যা করেছে সেটা খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনায় সন্দেহভাজন ৩জনকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হবে বলেও জানান তিনি। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব নয়।