পাবনার সাঁথিয়ায় নসিমনের ধাক্কায় সাইদুল ইসলাম (৪৮) নামে এক স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৩’মে) ডেমরা-সাঁথিয়া সড়কের ধুলাউড়ি তিনমাথা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত সাইদুল উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের ধুলাউড়ি নতুনপাড়া গ্রামের মাওলানা মনিরুজ্জামানের ছেলে ও ডেমরা হাইস্কুলের সহকারী শিক্ষক।
এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা যায়, ডেমরা-সাঁথিয়া সড়কে ধুলাউড়ি তিনমাথা মোড়ে বাড়ির সামনে সড়কের পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন। এ সময় ডেমরা থেকে সাঁথিয়া গামী বালু বোঝাই নছিমন ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ধুলাউড়ি ফাঁড়ি ইনর্চাজ এস আই নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।