সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একই পরিবারের ৮’জনের করোনা আক্রান্ত, বাড়িটি লকডাউন। আক্রান্ত সবাই সিদ্ধিরগঞ্জের নাসিক ৩’নং ওয়ার্ড সানারপাড় মোল্লা বাড়ীর বাসিন্দা। এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ওই পরিবারের জসিম নামে ১’জন মৃত্যুবরণ করেন।
সিদ্ধিরগঞ্জ থানা ও আক্রান্তদের পরিবারের দেয়া তথ্য মতে জানা যায়, নাসিক ৩’নং ওয়ার্ড সানারপাড় মোল্লা বাড়ীর মহিউদ্দিন মোল্লার ছোট ভাই জসিম মোল্লা গত কয়েকদিন আগে মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে জসিম মোল্লার করোনার নমুনা সংগ্রহ করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। জসিম মোল্লার মৃত্যুর একদিন পর তার রিপোর্ট পজেটিভ আসে। পরবর্তীতে তাদের পরিবারের সবাই করোনার পরীক্ষা করায়। বুধবার (১৩’মে) তাদের পরীক্ষার রিপোর্ট আসে। রিপোর্টে পরিবারের ৮’জনের করোনা শনাক্ত হয়।
আক্রান্তদের মধ্যে ৩ ও ১১’বছরের দুজন শিশুসহ বাকি ৬’জনের মধ্যে একজনের বয়স ২৭, একজনের ২৮, একজনের ৩২, দুইজনের ৩৫, একজনের ৩৮’বছর। আক্রান্তদের পরিবারের সবাই সুস্থ আছেন বলে জানান তাদের পরিবারের এক সদস্য। তাদের কোন ধরনের করোনা উপসর্গ নেই। তারা সবাই বিগত কয়েকদিন যাবৎ বাড়িতে রয়েছে। এ ব্যাপরে সিদ্ধিরগঞ্জ থানার ওসি (অপারেশন) রুবেল হাওলাদার জানায়, আক্রান্তদের সবাই সুস্থ আছেন। আমরা সার্বক্ষণিক তাদের সাথে যোগাযোগ রাখছি। তাদের বাড়ি আমরা লকডাউন করেছি। বাড়ির সদস্যদের বাড়ির বাইরে আসতে না করেছি। এবং বাইরে থেকেও বাড়িতে কাউকে প্রবেশ করতে নিষেধ করেছি।