সিদ্ধিরগঞ্জে করোনা পরিস্থিতি মোকাবেলায় নাসিক ২ নং ওয়ার্ডে অসহায় দরিদ্রদের মাঝে বিশেষ ওএমএস কার্ড বিতরণ। বৃহস্পতিবার (১৪’মে) নাসিক ২নং ওয়ার্ড মিজমিজি পাইনাদী পশ্চিমপাড়া কাঁঠের পুল এলাকায় বিশেষ ওএমএস কার্ড বিতরণ হয়।
নাসিক ১, ২ ও ৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মাকসুদা মুজাফ্ফরের নিদের্শে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ এনায়েত হোসেনের নিজ অফিসে অসহায় দরিদ্রদের মাঝে এ বিশেষ ওএমএস কার্ড বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, মিজমিজি পাইনাদী পশ্চিমপাড়া কাঁঠের পুল এলাকার দিল মোহাম্মদ, মোহাম্মদ হোসেন, মোঃ শরিফ হোসেন, রিপন মিয়া, আব্দুর রহিম ও নাজির হোসেন প্রমূখ।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ এনায়েত হোসেন বলেন, সরকার ঘোষিত বিশেষ ওএমএসের কার্ডের মাধ্যমে ১০’টাকা কেজি দরে মাসিক ২০’কেজি চাল পাওয়া যাবে। এ ছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে ।