যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসে মৃত্যুর মিছিল থামছে না। গতকাল বৃহস্পতিবার দেশটিতে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে এক হাজার ৭১৫ জনের মৃত্যু হয়েছে। এর আগে বুধবার একদিনে এক হাজার ৭৭২ জন মারা যায়। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এসব তথ্য জানিয়েছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত কয়েক দিনের তুলনায় যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা কিছুটা বেড়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দেশটিতে একদিনে আক্রান্ত হয়েছে ২৭ হাজার ২৪৬ জন। এর আগে বুধবার আক্রান্ত হয়েছিল ২১ হাজার ৭১২ জন এবং গত মঙ্গলবার আক্রান্ত হয়েছিল ২২ হাজার ৮০২ জন।
এদিকে, যুক্তরাষ্ট্রে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ৮৬ হাজার ৯১২ জন করোনায় মৃত্যুবরণ করেছে। সেখানে এ রোগে মোট আক্রান্ত হয়েছে ১৪ লাখ ৫৭ হাজার ৫৯৩ জন। সুস্থ হয়েছে তিন লাখ ১৮ হাজার ২৭ জন।
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্য হলো নিউইয়র্ক। সেখানে করোনায় সর্বোচ্চ ২৭ হাজার ৪২৬ জন প্রাণ হারিয়েছে। এ ছাড়া আক্রান্ত হয়েছে মোট তিন লাখ ৫৩ হাজার ৯৬ জন।