ইসলামি প্রজাতন্ত্র ইরানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৩৫ জন মারা গেছেন। ইরানে গত ৭০ দিনে এটিই করোনাভাইরাসে মৃত্যুর সর্বনিম্ন রেকর্ড। তবে ২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যা বেড়েছে, এক হাজার ৭৫৭ জন শনাক্ত হয়েছেন।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. কিয়ানুশ জাহানপুর আজ (শনিবার) এ তথ্য জানিয়েছেন। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৯৩ হাজার ১৪৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
কিয়ানুশ জাহানপুর আরও জানিয়েছেন, এ পর্যন্ত ইরানে এক লাখ ১৮ হাজার ৩৯২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আজকের ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী ইরানে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ছয় হাজার ৯৩৭ জন।
গত ১৯ ফেব্রুয়ারি ইরানে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। এরপরই জানানো হয় দুই জন মারা গেছেন। সারা বিশ্বে প্রায় সাড়ে ৪৬ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন প্রায় ৩ লাখ আট হাজার।